চৌধুরী মুরাদ : চলতি বছরের জিসিএসই পরীক্ষায় পূর্বলন্ডনের বাংলাদেশি অধ্যুষিত *টাওয়ার হ্যামলেটসের বারার শিক্ষার্থীরা প্রত্যাশার চেয়েও উন্নত ফলাফল অর্জন করেছেন। ২১ অগাস্ট, বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বেড়েছে উচ্ছাস, আনন্দ। আর আকাঙ্খা।
শিক্ষার্থীদের এসাফল্যে আনন্দিত শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ঐদিন কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের পক্ষ থেকে ডেপুটি মেয়র ও শিক্ষা বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মাইয়ুম তালুকদার সেন্ট পলস ওয়ে সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন।
এসময় সকল শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক, স্কুল স্টাফ ও অভিভাবকসহ যাঁরা নিরলস পরিশ্রম করেছেন,তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাইয়ুম তালুকদার বলেন: “আমাদের শিক্ষার্থীরা এ বছর সত্যিই উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। কেউ ১০টি গ্রেড ৯, আবার কেউ ৬টি গ্রেড ৯ অর্জনপ্ করেছে – যা নিঃসন্দেহে তাদের কঠোর পরিশ্রম ও প্রতিশ্রুতির ফল। পাশাপাশি কাউন্সিলের শিক্ষা খাতে অব্যাহত বিনিয়োগ বিনামূল্যে স্কুল মিল, ইএমএ, বিশ্ববিদ্যালয় বৃত্তি ও বিনামূল্যে ইউনিফর্ম প্রদান রয়েছে যার সকল সহযোগিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।