চৌধুরী মুরাদ : লন্ডনে সমাজ সেবায দিলোয়ার হোসেন ও সাংবাদিকতায় আব্দুল মুনিম জাহেদী ক্যারোল বিশেষ অবদানে গোলাপগঞ্জের এ দুই কৃতি সন্তান সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩১ বছর পূর্তি উপলক্ষ্যে সম্মাননা পদক পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র উদ্যোগে তাঁদের অবদানের স্বীকৃতি স্বরূপ এ সংবর্ধনা প্রদান করা হয়।

গেলো সোমবার সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব শওকত আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের পরিচালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সলুক আহমদ।
সমাজসেবী দিলওয়ার হোসেন হলেন- গোলাপগঞ্জ সোস্যাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের সভাপতি, এডুকেশন ট্রাস্ট ইউকে ও গোলাপগঞ্জ হ্যাল্পিং হেন্ড ইউকের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং আব্দুল মুনিম জাহেদী ক্যারোল গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইউরোবাংলার প্রধান সম্পাদক, এলবি ২৪ এর ম্যানেজিং এডিটর।
এঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সানরাইজ রেডিও প্রতিষ্ঠাতা মিসবাহ জামাল, বিশিষ্ট ছড়াকার ও নাট্যকার আবু তাহের, গোলাপগঞ্জ হ্যাল্পিং হেন্ড এর সাবেক সভাপতি তমিজুর রহমান রজ্ঞু, কমিউনিটি ব্যক্তিত্ব আমিনুল হক জিলু, সেলিম উদ্দিন চাকলাদার, আব্দুল বারী নাছির , হুমায়ুন কবির চৌধুরী একলিম, ও আরো অনেকে।