চৌধুরী মুরাদ।। বিলেতে বসিবাসরত চারখাইবাসীদের নিয়ে অত্যন্ত্য উচ্ছাস আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পূর্বলন্ডনের ভেলেন্টাইন পার্কে বার্ষিক গ্রীষ্মকালীন উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার গ্রেটার চারখাই এসোসিয়েশন ইউকের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয় । খেলাধুলা আর নানান আয়োজনের মধ্য দিয়ে বিপুল সংখ্যক নারী পুরুষ, শিশু কিশোরদের উপস্থিতিতে এ উৎসবটি যেন এক পারিবারিক মিলন মেলায় পরিণত হয়ে উঠে।
এ উৎসবে অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন, টাওয়ার হেমলেট বারার স্পিকার সুলুক আহমদ, কাউন্সিলর সাঈদা চৌধূরী, সাবেক কাউন্সিলর শহীদ আলী, কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজুল বাসিত চৌধুরী, ভিপি মনির আহমেদ, রেডব্রিজ কমিউনিটির ওহিদ উদ্দিন, শাহীন আহমদ, মিসবাহ জামাল, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, সাহাবুদ্দিনসহ সংগঠনের অনেক নেতৃবৃন্দ ও পরিবারবর্গ ।